
ছবিঃ হিন্দুস্তান টাইমস
সোমবার (১৩ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অপারেশন সিন্দুর’-এর সফল বাস্তবায়নের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রশংসায় ভাসান। এই অভিযানে পাকিস্তানি জঙ্গি অবকাঠামো ধ্বংস করা হয় এবং বহু জঙ্গি, যাদের মধ্যে “হাই-ভ্যালু” টার্গেটও ছিল, নির্মূল করা হয়।
মোদি তার বক্তব্যে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে বলেন, ভারত কেবল প্রতিশোধে ‘বিরতি’ দিয়েছে, এটি শেষ করেনি। তিনি যোগ করেন, অস্ত্রবিরতির অনুরোধ প্রথম এসেছিল ইসলামাবাদের দিক থেকেই। মোদি আরও বলেন, “সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলে না, জল ও রক্ত একইসঙ্গে প্রবাহিত হতে পারে না।”
পরদিন, প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার জানায়, তারা “ভারতীয় প্রধানমন্ত্রীর উসকানিমূলক ও উত্তেজনাকর মন্তব্য প্রত্যাখ্যান করছে।”
রয়টার্সের বরাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশটি সাম্প্রতিক অস্ত্রবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মুমু