ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কমলগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের পাশে থাকবে জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ২১:৫৮, ১৩ মে ২০২৫

ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের পাশে থাকবে জেলা প্রশাসন

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন বলেছেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি সমবায় সমিতি গঠনের মাধ্যমে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। যাতে তাদের পণ্য উৎপাদনে সহায়ক হয়।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককারবারি, সেবনকারীদের কোন ছাড় নয়। এদের আইনের হাতে তুলে দিতে হবে, মাদক একটি জাতিকে, দেশকে ধ্বংশের পথে ধাবিত করে। দেশ ও নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে পলিথিনের ব্যবহার করা থেকে বিরত থাকার ও ঝুট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন, লেখক -গবেষক ও সংগঠক আহমদ সিরাজ।

এসময় উপজেলার বিভিন্ন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের সমস্যা ও করনীয় বিষয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও মধু চাষী আলতাফ মাহমুদ বাবুল, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মো.ইমাজ উদ্দিন, টমেটো চাষী ব্রজেন্দ্র সিংহ, বাঁশ-বেত শিল্প উদ্যোক্তা সোমা বিশ্বাস, তাঁত শিল্প উদ্যোক্তা ও কলাবতী শাড়ীর উদ্ভাবক রাধাবতী দেবী প্রমুখ। 

এসময় জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল ইবনে ইদ্রিছ, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমরান

×