ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দ্রুত ইসলামবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:২০, ১৩ মে ২০২৫; আপডেট: ১৯:২৯, ১৩ মে ২০২৫

দ্রুত ইসলামবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

ছবিঃ সংগৃহীত

অতি দ্রুত ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

জুলাই গণহত্যার দ্রুত বিচার, ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিল, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, তা দেশের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কমিশনের বেশ কিছু সুপারিশ এমন, যা পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারীসমাজের প্রকৃত চাহিদা ও জীবনসংগ্রামের সম্পূর্ণ বিপরীত। ভুঁইফোর কোন মানবাধিকার সংগঠনের অনৈতিক হস্তক্ষেপে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বহাল সহ্য করা হবে না। তাই অতিশীগ্রই এই ইসলাম ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে।

তিনি আরো বলেন, জুলাই গণহত্যার দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করছিনা এটি অন্তরবর্তী সরকারের ব্যর্থতা। সুতরাং দ্রুতগতিতে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া তিনি ভারত ও ফিলিস্তিনে মুসলমানের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশকে লুটেপুটে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, দেশকে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সর্বশেষ জুলাই’২৪ আন্দোলনে বিগত খুনি গণহত্যাকারী আওয়ামী সরকার দেশের হাজার হাজার ছাত্র-জনতাকে পাখির মত গুলি করে হত্যা করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। এর থেকে প্রমাণ হয় বিগত ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের জন্য কাজ করেনি, পুলিশ প্রশাসনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করেছে নিজের গতি টিকানোর জন্য। দেরিতে হলেও পতিত স্বৈরাচার গণহত্যাকারী আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় অন্তরবর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সমাবেশে বিশেষ আলোচক ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নুরুন নাবী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সমাজ সেবক হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী, ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী প্রমুখ।

মুমু

আরো পড়ুন  

×