
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি, লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় দুই ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। অভিযানে অংশ নেন কুমিল্লা জেলা ড্রাগ সুপার মো. শাহ জালাল ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযানে ‘উপমা ফার্মেসি’কে বিক্রয় নিষিদ্ধ শ্যাম্পল রাখায় ১০ হাজার এবং ‘মীর মেডিকেল হল’কে ইন্ডিয়ান ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানকে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপমা ফার্মেসির তারেক নামের একজনকে জরিমানা দিতে অপারগতা দেখালে আটক করে পরে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, “ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, লাইসেন্সবিহীন ফার্মেসী এবং গ্রাহকদের ঠকানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।” তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অভিযান চলাকালে ফার্মেসী বন্ধ রাখলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজু