
ছবি: জনকণ্ঠ
‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’—এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এতে জেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি কলেজ এবং ১০টি বিজ্ঞান ক্লাব তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নেয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. মিজানুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার ফজলে গোফরান।
জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দেওয়া এবং সৃষ্টিশীল কর্ম প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করে তোলাই এই মেলার উদ্দেশ্য। শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখেছে।"
শহীদ