
ছবি: জনকণ্ঠ
চলমান এসএসসি পরীক্ষায় এ পর্যন্ত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলায় মোট ৩৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। পাশাপাশি ৯ হাজার ৮১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষার শুরু (১০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পর এই তথ্য পাওয়া গেছে। তবে এখনও বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী মঙ্গলবার সকালবেলা আট জেলার তথ্য উপস্থাপন করেন। ওইদিন অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১,৫৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং ১ জন বহিষ্কার হয়। এদিন ১,৬৭,৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৬৬,০৫৬ জন পরীক্ষায় অংশ নেয়।
অনুপস্থিতির জেলা অনুযায়ী সংখ্যা:
রংপুর: ২৫৭ জন
গাইবান্ধা: ২১৬
নীলফামারী: ১৫৭
কুড়িগ্রাম: ১৮০
লালমনিরহাট: ১১৬
দিনাজপুর: ৩০৯ (বহিষ্কার: ১)
ঠাকুরগাঁও: ১৬২
পঞ্চগড়: ১৫৩
চলতি বছর দিনাজপুর বোর্ডের অধীনে ১,৮২,৪১০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
বাংলা প্রথম পত্র (১০ এপ্রিল):
অনুপস্থিত: ১,৩৪১ জন
উপস্থিত: ১,৬৬,২৬৫ জন
বহিষ্কার: কেউ নয়
ইংরেজি প্রথম পত্র (১৫ এপ্রিল):
অনুপস্থিত: ১,৩৬৭ জন
বহিষ্কার: ৫ জন (গাইবান্ধা ৪, লালমনিরহাট ১)
ইংরেজি দ্বিতীয় পত্র (১৭ এপ্রিল):
অনুপস্থিত: ১,৫০৩ জন
বহিষ্কার: ৫ জন (গাইবান্ধা ১, দিনাজপুর ৪)
গণিত (২১ এপ্রিল):
অনুপস্থিত: ১,৭০৭ জন
বহিষ্কার: ৭ জন (গাইবান্ধা ৬, ঠাকুরগাঁও ১)
রসায়ন/পৌরনীতি/ব্যবসায় উদ্যোগ (২৯ এপ্রিল):
অনুপস্থিত: ১,৩৪৬ জন
বহিষ্কার: ৭ জন (দিনাজপুর ৪, ঠাকুরগাঁও ৩)
গণিত (তত্ত্বীয়) ও বিজ্ঞান (৪ মে):
অনুপস্থিত: ৯৯৮ জন
বহিষ্কার: ৯ জন (গাইবান্ধা ৬, দিনাজপুর ২, পঞ্চগড় ১)
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানিয়েছেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শহীদ