ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ৬ আ.লীগ নেতা গ্রেফতার

ফরহাদ হোসেন,লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৬:২৮, ১৩ মে ২০২৫; আপডেট: ১৬:৩২, ১৩ মে ২০২৫

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ৬ আ.লীগ নেতা গ্রেফতার

ছবি:সংগৃহীত

জুলাই আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় ৬ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে রামগঞ্জ, রায়পুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবু, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

তাঁরা জানান, গত বছরের ৪ আগষ্ট লক্ষ্মীপুর পৌর শহরে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, জুলাই আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় ২৩০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটি মামলার প্রধান আসামী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) এ.কে.এম সালাহ উদ্দিন টিপুসহ অন্যান্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

উল্লেখ্য: গত বছর চার আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও আহত হয় কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা করা হয়।
 

আলীম

×