ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় মাসব্যাপী স্যালাইন ও পানি বিতরণ শুরু করল বিএনপি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৫:১৮, ১৩ মে ২০২৫; আপডেট: ১৫:২১, ১৩ মে ২০২৫

চুয়াডাঙ্গায় মাসব্যাপী স্যালাইন ও পানি বিতরণ শুরু করল বিএনপি

ছবি : জনকণ্ঠ

তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে চুয়াডাঙ্গায় খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি শুরু করা হয়, যা চলবে মাসব্যাপী।

গত বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা হয় এ জেলায়। অসহনীয় গরমে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তৃষ্ণার্ত পথচারী ও সাধারণ মানুষের মাঝে ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন ও ১ হাজার বোতল খাবার পানির বিতরণ করা হয়।

তৃষ্ণার্ত মানুষগুলো খাবার পানি ও স্যালাইন পেয়ে খুশি। বিএনপির এ ধরনের কার্যক্রমকে সব শ্রেণির মানুষ সাধুবাদ জানিয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সা/ই

আরো পড়ুন  

×