
ছবি: সংগৃহীত
গরমে ঘর ঠান্ডা রাখা বেশ কষ্টকর হতে পারে, বিশেষ করে যদি এসি না থাকে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে এসি ছাড়াও ঘরে আরাম পাওয়া সম্ভব।
রাতের বেলা জানালা খুলুন: দিনের বেলা জানালা বন্ধ রাখুন, আর রাতের ঠান্ডা বাতাস ঢোকাতে জানালা খুলে দিন। বিপরীত পাশে জানালা খুলে দিলে ক্রস-বাতাস তৈরি হয়, যা ঘর দ্রুত ঠান্ডা করে।
এক্সহস্ট ফ্যান চালু রাখুন: রান্নাঘর ও বাথরুমের এক্সহস্ট ফ্যান চালু রাখলে গরম বাতাস বেরিয়ে যায়। ওপরের তলায় ফ্যান দিয়ে গরম বাতাস বের করে নিচ থেকে ঠান্ডা বাতাস টানা যায়।
ডিআইওয়াই এসি বানান: বরফভর্তি বাটির সামনে ফ্যান রাখুন বা ভেজা তোয়ালে ঝুলিয়ে দিন। এতে বাতাস ঠান্ডা অনুভব হয়।
সিলিং ফ্যান ব্যবহার করুন: ফ্যানের ব্লেড যেন উল্টো ঘোরে (কাউন্টারক্লকওয়াইজ) তা নিশ্চিত করুন। এতে ঘর ১০ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা অনুভূত হয়।
ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন: বেশি আর্দ্রতা ঘরকে আরও গরম ও অস্বস্তিকর করে তোলে। একটি ভাল ডিহিউমিডিফায়ার ঘরের আদ্রতা কমিয়ে আরাম দেয়।
দরজা-জানালার ফাঁক বন্ধ করুন: গরম বাতাস ঢুকা রোধ করতে দরজা-জানালার চারপাশে সিল বা কক ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় যন্ত্রপাতি বন্ধ রাখুন: চার্জার, টিভি, ওভেনের মতো যন্ত্রপাতি ব্যবহার না করলে বন্ধ বা আনপ্লাগ করে রাখুন। এতে অতিরিক্ত তাপ উৎপন্ন হবে না।
শীতল ঘুমের জন্য টিপস: তুলনামূলক ঠান্ডা কাপড়, বরফে রাখা মোজা বা বালিশের কভার ব্যবহার করুন। বিছানা মেঝেতে নামিয়ে ঘুমালে ঠান্ডা অনুভব হয়।
এই টিপসগুলো মেনে চললে গরমে এসি ছাড়াই স্বস্তি পাওয়া সম্ভব। তীব্র গরমে অবশ্য ঠান্ডা গোসল বা এসি-যুক্ত জায়গায় কিছুক্ষণ সময় কাটানোই সবচেয়ে নিরাপদ উপায়।
সূত্র: https://www.realsimple.com/home-organizing/how-to-cool-down-a-room-without-ac
এএইচএ