
ছবি: প্রতিকী
ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া ২০২৫-এ ‘বেস্ট ইউজ অব মোবাইল’ ক্যাটেগরিতে গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়ে আবারও ইতিহাস গড়লো এশিয়াটিক মাইন্ডশেয়ার। এবারই প্রথম বাংলাদেশের কোনো এজেন্সি এই আন্তর্জাতিক আসরটিতে সম্মান অর্জন করলো। এই অর্জন দেশের বিজ্ঞাপন ও মিডিয়া খাতের জন্য এক গৌরবের উপলক্ষ্য। পুরস্কারজয়ী এই ক্যাম্পেইনটি মোবাইল সল্যুশন ব্যবহার করে নির্দিষ্ট ও অনন্য স্থানীয় বৈশিষ্ট্যের প্রেক্ষিতের সঙ্গে মিলিয়ে এমন একটি মিডিয়া ফরম্যাট তৈরি করে, যা ব্র্যান্ড ও গ্রাহক উভয় পক্ষের কাছেই কার্যকর হয়ে ওঠে।
অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে গ্রামীণ এলাকার জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরির জন্য ডিজাইন করা হয় এই ক্যাম্পেইনটি। এটি প্রমাণ করে, যে স্থানীয় প্রেক্ষাপট থেকে পাওয়া ইনসাইট দিয়েও বিশ্বমানের উদ্ভাবন সম্ভব।
২০১১ সালে কার্যক্রম শুরু করা ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া (FOMA) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, যেখানে রিজিয়নের সেরা কাজগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়। কঠোর মূল্যায়ন প্রক্রিয়া এবং অভিজ্ঞ জুরি প্যানেল FOMA-কে এই অঞ্চলে মিডিয়া উৎকর্ষের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এশিয়াটিক মাইন্ডশেয়ার-এর এই অর্জন বৈশ্বিক মিডিয়া অঙ্গনে বাংলাদেশের অগ্রসর উপস্থিতিকে তুলে ধরার পাশাপাশি ডেটা-ভিত্তিক ইনসাইট এবং সৃজনশীল মিডিয়া সমাধানের মাধ্যমে সেরা থেকেও আরো সেরা হওয়ার প্রতি তাদের ধারাবাহিক প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।
রবিউল