ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা’

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:২৮, ৯ মে ২০২৫

‘শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা’

ত্বকী হত্যা

নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৬ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। 
কর্মসূচিতে নিহত ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুর্বৃত্ত ও গডফাদারদের রক্ষাকারী ছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের প্রকৃষ্ট উদাহরণ ত্বকী হত্যা। শামীম ওসমানের মতো নিজ দলের দুর্বৃত্ত, গডফাদারদের রক্ষা করতে সাড়ে ১১ বছর তিনি ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছেন। নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, চাঁদাবাজের মাধ্যমে মাফিয়াদের রাজত্ব কায়েম করেছিলেন। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আজ তারা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রজ¦লন কর্মসূচিতে বক্তব্য রাখেন- ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবির শহর সভাপতি আবদুল হাই শরীফ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সভাপতি কবি শাহেদ কায়েস, বাসদের জেলা সংগঠক এসএম কাদির। সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, শামীম ওসমান ত্বকী হত্যার সঙ্গে জড়িত বলেই এর বিচার বন্ধ করে রাখা হয়েছিল। এখন বিচারটা কেন আটকে আছে? বাঁধাটা কোথায়? যদি অভিযোগপত্র দিতে না পারেন তবে পদত্যাগ করেন। বিচার তো করতেই হবে। আমরা বিচার চাইবোই, তা আদায় করে নেব।

×