
ছবি: সংগৃহীত
‘আজকের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। নিজের ফেসবুক অ্যাাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ছাত্রজনতা নির্বিশেষে সবাই যমুনাতে অবস্থান নিচ্ছে। #Ban_Awamileague।’
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তার সঙ্গে সেখানে আরও অনেকে যোগ দিয়েছেন। তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
সূত্র: https://www.facebook.com/share/16SLP1SbMH/
রাকিব