ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যমুনার সামনেই ফজরের নামাজ আদায় করলেন অবস্থানকারীরা

প্রকাশিত: ০৮:৫৭, ৯ মে ২০২৫

যমুনার সামনেই ফজরের নামাজ আদায় করলেন অবস্থানকারীরা

সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক আবহ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে দিয়েছেন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।

এই উত্তেজনার মধ্যেই গতকাল রাত পৌনে ১০টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ সেখানে জড়ো হন। তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একের পর এক স্লোগান দিতে থাকেন।

রাতভর আন্দোলনকারীরা যমুনার সামনেই অবস্থান করে কর্মসূচি চালিয়ে যান। রাত গড়ালে কেউ কেউ চট বিছিয়ে বসে পড়েন, কেউবা পাঁজরে চেপে রাখা ক্ষোভে ক্ষণিকের ঘুমেও অস্থির।
অবশেষে ভোরের আলো ফুটতেই, আন্দোলনের মাঝে যমুনার সামনেই তারা আদায় করেন ফজরের নামাজ। শৃঙ্খলাবদ্ধ সেই নামাজে যোগ দেন অনেকেই, যেন প্রতিবাদের মধ্যেও ছিল এক গভীর ধর্মীয় আবেগ ও ঐক্যের বার্তা।

আফরোজা

×