ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হঠাৎ দিল্লিতে কেন ইরান-সৌদির মন্ত্রীরা?

প্রকাশিত: ২৩:২৬, ৮ মে ২০২৫

হঠাৎ দিল্লিতে কেন ইরান-সৌদির মন্ত্রীরা?

ছবি: সংগৃহীত।

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। বৃহস্পতিবার (৮ মে) এই আকস্মিক কূটনৈতিক সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। বৈঠকের পরে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জয়শঙ্কর লেখেন, “আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে।”

ইরানের প্রতিনিধি আব্বাস আরাঘচির উপস্থিতি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন।

এই সফর এমন সময় অনুষ্ঠিত হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে। বুধবার পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। নয়াদিল্লির দাবি অনুযায়ী তারা নয়টি স্থানে আক্রমণ চালিয়েছে, যদিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে ছয়টি স্থানে হামলা হয়েছে।

পাশাপাশি পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

নুসরাত

×