
ছবি: সংগৃহীত।
ভারতের সাম্প্রতিক হামলায় ইসরাইলি প্রযুক্তির ড্রোন ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ক্যাটাগরির ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) এবং ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্র-নির্ভর) প্রতিরক্ষা পদ্ধতি ব্যবহার করে এই ড্রোনগুলো গুলি করে নামিয়েছে।
আইএসপিআর-এর ভাষ্য অনুযায়ী, ৬ মে ভারতের বিমান হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান পাঁচটি যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস করেছে এবং কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এতে ভারতীয় বাহিনীর মধ্যে ‘‘আতঙ্ক’’ ছড়িয়ে পড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “ভারতের পাঠানো হারপ ড্রোনগুলোর ধ্বংসাবশেষ ইতোমধ্যে পাকিস্তানের বিভিন্ন এলাকায় শনাক্ত এবং জড়ো করা হচ্ছে। এসব ড্রোন ইসরাইলি প্রযুক্তিতে নির্মিত এবং অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন।”
বিগত এক দশকে ভারত প্রায় ২.৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ইসরাইল থেকে আমদানি করেছে। এর মধ্যে রয়েছে রাডার, নজরদারি ও কামব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।
উল্লেখ্য, হারপ (Harop) ড্রোন ইসরাইলের তৈরি একটি ‘লোইটারিং মিউনিশন’ অর্থাৎ টার্গেটের ওপর ঘুরতে থাকা এবং প্রয়োজনে আত্মঘাতী হামলা চালানো সক্ষম একটি যুদ্ধড্রোন। ২০১৬ ও ২০২০ সালে আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ, এবং সিরিয়ায় ইসরাইলি অভিযানে এই ড্রোন ব্যবহার হয়েছিল।
সূত্র: ডন
নুসরাত