ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

প্রতিহতের দাবি ও সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার দিল্লির ॥ উত্তেজনা প্রশমন হবে- আশা ট্রাম্পের

ভারতের ১৫ শহরে পাকিস্তানের হামলা, ২৫ ড্রোন ভূপাতিত

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ৮ মে ২০২৫

ভারতের ১৫ শহরে পাকিস্তানের হামলা, ২৫ ড্রোন ভূপাতিত

পাক-ভারত সীমান্তে বুধবার রাতভর গোলাগুলি হয়েছে

পাক-ভারত সীমান্তে বুধবার রাতভর গোলাগুলি হয়েছে। এ সময় ভারতের অন্তত অর্ধশত সৈন্য নিহত হয় বলে দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটের ১৫ শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার বিষয়টি স্বীকার করেছে নয়াদিল্লি। তবে হতাহত ও ক্ষয়-ক্ষতির বিষয়ে নিশ্চিত করেনি ভারত। 
এদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে তারা। এর পরই পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় ভারত। এতে লাহোরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অকার্যকর’ হয়ে যায়।

ভারতের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চ-ীগড়সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে।
খবর জিও টিভি, এনডিটিভি, ডন ও আলজাজিরা অনলাইনের।   
বৃহস্পতিবার ইসলামাবাদ দাবি করেছে তাদের গুলি ও ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের অর্ধশত সেনা নিহত হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, আমাদের সৈন্যরা বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায়। এতে দেশটির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে বহু সৈন্য হারিয়েছে ভারত। তবে এ বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একাধিক ভারতীয় ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। এ সময় পাক বাহিনী ভারতের অন্তত ২৫টি ড্রোন ভুপাতিত করে। ইসরাইলের তৈরি এসব ড্রোনের ছবি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ভারত প্রতিবেশী পাকিস্তানের ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে। নয়া দিল্লির দাবি, হামলায় তারা পাকিস্তানের ৯টি ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংস করে। একই সঙ্গে দেশটির শতাধিক জঙ্গিকে হত্যার দাবি মোদি সরকারের।
এদিকে ভারত ও পাকিস্তানকে থামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা এটির সমাধান করুক। আমি তাদের শান্ত অবস্থায় দেখতে চাই। তিনি আরও বলেন, তারা পরস্পরকে পাল্টা জবাব দিচ্ছে। আশা করি এটা বন্ধ হবে। 
পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। তবে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদিকে অভ্যর্থনা জানান ট্রাম্প। 
ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাতময় পরিস্থিতি বন্ধ হোক। তিনি বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তা হলে তা করতে আমি প্রস্তুত। 
ভারত-পাকিস্তানের নেতাদের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, ‘উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লিখেন, ‘আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই ‘বিপজ্জনক সময়ে’ তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন।
পাকিস্তানে হামলা নিয়ে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিদুরে শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। অপারেশন সিদুর একটি ‘চলমান অভিযান’ বলে বর্ণনা করেন রাজনাথ সিং। তিনি বলেন, পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে। 
বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকার যা বলেছে তা আমরা শুনলাম। তারা এমন কিছু তথ্যও দিয়েছেন যেগুলো গোপন রাখতে হবে। বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি। সর্বদলীয় বৈঠক খুব ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে হয়েছে, এ কথা জানিয়ে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বৈঠকে উপস্থিত সবাই পরিমিতিবোধ দেখিয়েছেন, কেউ কোনো দোষারোপের রাস্তায় যাননি।

ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সামরিক অভিযানের বিষয়ে একটি ‘সার্বিক ঐকমত্য’ গড়ে তুলতেই এই বৈঠক ডাকা হয়। ভারত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচাই বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে  জয়শঙ্কর বলেন, পরিস্থিতি আরও জটিল করতে নয়াদিল্লি আগ্রহী নয়। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে।
ভারত ও ইরানের ২০তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগচাই। ওই বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘এমন একটা সময়ে আপনারা ভারতে এসেছেন, যখন ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘৃণ্য হত্যাকা-ের উপযুক্ত জবাব দিতে আমরা ব্যস্ত।

জম্মু-কাশ্মীরের ওই হামলা আমাদের বাধ্য করেছে, সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরা লক্ষ্যবস্তু বেছে বেছেই প্রত্যাঘাত করেছি। জয়শঙ্কর বলেন, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক, তা আমরা চাই না। তবে আমাদের ওপর আঘাত এলে নিঃসন্দেহে আমরা তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জয়শঙ্কর বলেন, আপনারা আমাদের ঘনিষ্ঠ সহযোগী। পরিস্থিতি সম্যকভাবে জানা আপনাদের জন্য জরুরি।

×