
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনে থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সাধারণ ফ্লাইটে দেশে ফিরবেন। তাঁর সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ তাদের ফ্লাইটের রুট লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। কিন্তু তিনি যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমান কর্তৃপক্ষের প্রস্তাব নাকচ করেন।
শুক্রবার (২ মে) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানান। আগামী ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।
লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন খালেদা জিয়া।
তিনি জানান, রেগুলার ফ্লাইট আগে সিলেটে নামে। খালেদা জিয়া যেদিন আসবেন, বিমান প্রস্তাব করেছিলো যে ঐদিন বিমানটি আগে ঢাকায় নামবে। খালেদা জিয়াকে নামিয়ে তারপর সিলেট যাবে, তিনি রাজি হননি। বরং বলে দিয়েছেন, আগে সিলেটই যাবেন, তারপর ঢাকা আসবেন।
সাদিকুর রহমান খান ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘বাংলাদেশের সবকিছুতেই পরিবর্তন হয়েছে। খালি এই মানুষটার (খালেদা জিয়া) জেদের কোন পরিবর্তন নাই। রাজনীতি করার মাত্র ৪ বছরের মাথাতেই প্রথম জেদ দেখানো শুরু। এরপর তো বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ অবস্থায় জেলে গেলেন, মাথা নোয়ালেন না।’
‘একটা মানুষ শারীরিকভাবে অসুস্থ অবস্থাতেও মানুষের কথাই চিন্তা করছে, নিজের কথা না, এমন রাজনীতিবিদের চেয়ে বড় ব্লেসিং একটা জাতির জন্য আর কিছু হতে পারে?’ যোগ করেন তিনি।
রাকিব