ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনে যাবে বিএনপি: শামীম 

শাহাদাৎ বাবু, নোয়াখালী

প্রকাশিত: ২২:১৯, ৩১ জুলাই ২০২৫

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনে যাবে বিএনপি: শামীম 

"লন্ডনের বৈঠকে দেয়া কথা অনুযায়ী প্রধান উপদেষ্টা যদি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেন তবে আন্দোলনে যাবে বিএনপি। আন্দোলনের বিকল্প বিএনপির হাতে কিছুই থাকবে না। আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি। সবাই নির্বাচনের প্রস্তুতিসহ আন্দোলনের প্রস্তুতিও রাখবেন, যদি নির্বাচন হয় তবে নির্বাচনের পথে হাঁটবেন, আর যদি নির্বাচন না হয় তবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন।" বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন, মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টায় নোয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম আরো বলেন, ফাঁকফোকরে কোন ফ্যাসিস্টের দোসর যেন বিএনপির সদস্য ফরম নিতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যে বা যারা কোন ফ্যাসিস্ট কে দলের সদস্য পদ পেতে সহযোগিতা করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীরা দলের সদস্য হতে পারবে না। 

তিনি বলেন, দু একটি লোকের কারণে দল প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, তারা যেই হোক তাদেরকে সেই অবস্থান থেকে ফিরে আসতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমনকি বিএনপি যদি সরকার গঠনও করে এই কঠোর সিদ্ধান্ত থেকে কখনো সরে আসবে না।

পরে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সদস্যপদ নবায়নসহ জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে শহীদ আব্দুল কাইয়ুম আহাদের পিতা মো. আলাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নতুন সদস্য হিসেবে দলীয় রসিদ প্রাপ্তির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ও জেলা বিএনপি'র (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায়, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ (ভিপি হারুন) সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (চট্টগ্রাম বিভাগ)। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও যুগ্ম আহ্বায়ক নোয়াখালী জেলা বিএনপি। গোলাম হায়দার বিএসসি, সদস্য- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
মশিউর রহমান বিপ্লব, সদস্য- বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপি। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শিশু বিষয়ক সম্পাদক,কারিমুল হাই নাঈম। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

Mily

×