ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দুইজন উপদেষ্টা আজ বরিশাল যাচ্ছেন 

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০২:০১, ৯ মে ২০২৫

দুইজন উপদেষ্টা আজ বরিশাল যাচ্ছেন 

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা আজ শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলা সফরে যাচ্ছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান 

এবং নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দুইদিনের সরকারি এ সফরে অংশ নিচ্ছেন।

তথ্য মতে, আজ শুক্রবার সকাল ১০টায় তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীর হাট লঞ্চ ঘাট এলাকা এবং বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করবেন।

সূত্রমতে, বিআইডব্লিউটিএ'র উদ্যোগে এই ঘাট পুনরায় চালুর পরিকল্পনায় নদীতে ড্রেজিং করে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে। তবে এই প্রকল্প ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। 

নদীতীরবর্তী স্থানীয়রা আশঙ্কা করছেন প্রকল্পটির মূল উদ্দেশ্য লঞ্চ চলাচল নয় বরং বালুর ব্যবসা। তাদের অভিযোগ একটি প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। যার ফলে বহু সাধারণ মানুষ তাদের বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছেন।

এ পরিস্থিতিতে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন নিজ এলাকায় উপস্থিত থেকে এই প্রকল্পের সঠিকতা ও প্রয়োজনীয়তা যাচাই করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই পরিদর্শনের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। একইদিন বিকেল তিনটায় দুই উপদেষ্টা হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করবেন।

সূত্রে আরও জানা গেছে, উপদেষ্টাগণ শনিবার (১০ মে) সকাল দশটায় বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নগরীর সার্কিট হাউজে মতবিনিময় সভা করবেন।
 
ওইদিন বিকেল চারটায় উপদেষ্টারা বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সকল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং ওইদিন রাতে নৌ-রুটে তারা বরিশাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খানের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বরিশালের হিজলা উপজেলার কৃতি সন্তান। 

 

রাজু

×