
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা গঠিত হয় ২০০০ সালে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও পৌর এলাকায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় নেই কোনো কার্যকর পরিকল্পনা। প্রায় ৪৩ হাজার মানুষের এই শহরে নেই নির্ধারিত ময়লা ফেলার স্থান কিংবা মানসম্পন্ন ড্রেনেজ ব্যবস্থা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়া পৌর শহরের আশপাশ দিয়ে প্রবাহিত খালগুলোতে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ও শিল্পবর্জ্য ফেলার কারণে সেগুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নিষিদ্ধ পলিথিন, বাজারের বর্জ্য এবং খোলা টয়লেটের মলমূত্রের কারণে খালের পানি হয়ে উঠেছে ব্যবহারের অনুপযোগী। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে।
বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ সেন্টার খালসহ অন্যান্য শাখা খাল দখল ও দূষণের কবলে পড়েছে। পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় খালগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। খালের দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই প্রসঙ্গে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘রামগতি উপজেলার খালগুলো পুনরুদ্ধার ও দূষণমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নুসরাত