ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সন্তান তার বাবা মায়ের কাছে কি চায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:১৮, ৯ মে ২০২৫

সন্তান তার বাবা মায়ের কাছে কি চায়?

ছবিঃ সংগৃহীত

বাচ্চারা কী চায়?
বাচ্চারা তার বাবা মায়ের কাছে ভালবাসা চায়। সন্তান বাবা মায়ের সাথে কমিউনিকেট করতে চায়। এটি একেবারেই প্রাথমিক চাহিদা। একেবারে অবান্তর হলেও সন্তান চায় তার কথা শোনা হোক। 

সুতরাং বাবা মায়ের উচিৎ হবে না কখনোই তাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়া। কোনোকিছুতে ‘না’ বলে হতাশ করে দেয়া। 

মানসিক স্বাস্থ্যের জন্য দুইটি জিনিস খুবই জরুরি। একটি হলো 

আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট (A Sense of Accomplishment)

আমি জীবনে কিছু করতে পেরেছি বা পারি, এমন একটি অনুভূতি বাচ্চার মানসিক শক্তি যোগানের জন্য খুবই জরুরি। এতে আত্মবিশ্বাস বাড়ে। 

ACAAR (Attention, Communication, Appreciation, Assurance, Assistance and Recognition)

কোনো অবস্থাতেই কটাক্ষ করা যাবে না, কোনো কাজের জন্য চাপ দেয়া যাবে না। মারধোর করা যাবে না। অন্যের সাথে তুলনা করা যাবে না। 

প্রত্যেকটি বাচ্চা অনন্য। ফলে এক জনের সাথে আরেকজনের তুলনা করে কখনোই তার আত্মবিশ্বাস ভেঙে দেয়া উচিৎ নয়। যতোটা সম্ভব চেষ্টা করতে হবে বাচ্চাকে অনুপ্রাণিত রাখতে। 

মুমু

×