
গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভারতের ভাষ্য, কাশ্মীরে পর্যটকদের ওপর গত এপ্রিলের হামলার জবাবেই এই অভিযান। তবে পাকিস্তান দাবি করেছে, হামলাগুলো বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও আঘাত হানে। এতে বেসামরিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে ইসলামাবাদ দাবি করেছে। পাকিস্তান আরও জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এরই প্রেক্ষিতে, সীমান্ত থেকে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের লাশ নিচ্ছে জীবিত সেনারা- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সীমান্ত থেকে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের লাশ নিচ্ছে জীবিত সেনারা শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক হামলায় পাকিস্তানি দুই সেনা নিহতের ঘটনায় পাকিস্তানি সেনাদের সাদা পতাকা দেখিয়ে লাশ সংগ্রহের এই দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ভারতীয় সাংবাদিক Aditya Raj Kaul এর এক্স অ্যাকাউন্ট থেকে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত পোস্ট থেকে জানা যায়, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত হন। পরবর্তীতে পাকিস্তানি সেনাবাহিনী সাদা পতাকা দেখিয়ে মৃতদের ফেরত নেয়। সেই সময়কার দৃশ্য এটি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সেসময় ভারতীয় গণমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এর এক্স অ্যাকাউন্টেও একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশন থেকেও আলোচিত ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়।
সুতরাং, ২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানি দুই সেনা নিহতের পর সাদা পতাকা দেখিয়ে পাকিস্তানি সেনাদের লাশ সংগ্রহের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের সেনা নিহতের পর সাদা পতাকা দেখিয়ে ভারতীয় সেনাদের লাশ সংগ্রহের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
ফুয়াদ