
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র ও সাধারণ জনগণের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল শহর।
শুক্রবার (৯ মে) রাত আটটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে ‘ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’ ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
রাত নয়টার দিকে বিক্ষুব্ধরা মহাসড়কে টায়ার ও কাঠসহ নানা সামগ্রীতে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করে। এতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উভয়প্রান্তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং শত শত যানবাহন আটকে পড়ে।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন’ বলে অভিহিত করে দেশের রাজনীতি থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর সরকার যে দমন-পীড়ন চালিয়েছে, তা জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়।”
পরে বিক্ষোভস্থলেই এক সংবাদ সম্মেলনে আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি শান্তিপূর্ণ হলেও, যদি দ্রুত কর্ণপাত না করা হয়, তাহলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে।
নুসরাত