ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হোমনায় ছাত্রদল কর্মী মুন্সী পলাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শামীম রায়হান, নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২১:৫৩, ১০ মে ২০২৫; আপডেট: ২১:৫৪, ১০ মে ২০২৫

হোমনায় ছাত্রদল কর্মী মুন্সী পলাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় ছাত্রদল কর্মী মুন্সী পলাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। 

শনিবার (১০ মে) বিকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকাবাসীর আয়োজনে ছিনাইয়া মোড় এলাকায় (হোমনা-ঢাকা সড়কে) এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সন্ত্রাসী ইউনুছ তার সহযোগীদের বিচারের দাবীতে শত শত নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।এদিকে ছাত্রদল কর্মী মুন্সি পলাশের মা শিক্ষিকা সালমা আক্তার বলেন, গত সোমবার (০৫ মে) রাতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার একমাত্র ছেলে পলাশের উপর অতর্কিত হামলা করে ছয়ফুল্লাকান্দি গ্রামের অহেদ আলীর পূত্র মোহাম্মদ ইউনুছ এবং তার সহযোগীরা। এতে আমার ছেলে মুন্সী পলাশ মারাত্মক ভাবে আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আমরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এখনো তার চিকিৎসা চলছে। 

পরে আমি গত বৃহস্পতিবার(০৮ মে) হোমনা থানায় গিয়ে মো: ইউনুছ এবং তার সহযোগীদের আসামি করে একটা মামলা করি। এখনও কোন আসামি গ্রেফতার হয়নি। আমরা প্রাণভয়ে দিন কাটাচ্ছি। আমাদের দাবি-অতিদ্রুত সন্ত্রাসী ইউনুছ এবং তার সহযোগীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হউক। এর আগেও তারা আমার ছেলের উপর হামলা করেছিলো। 

জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তারা আমার স্বামী আবদুল মতিন মুন্সিকে হত্যা করেছিলো। সেই হত্যা মামলাও চলমান রয়েছে। এসময় আরও বক্তব্য রাখেন, আহত মুন্সী পলাশের স্ত্রী সাবিহা জান্নাত শিফা, বোন মাহমুদা আক্তার মিতা এবং শাহ আলী মেম্বার প্রমুখ। 

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন,ছাত্রদল কর্মী মুন্সী পলাশের মা শিক্ষিকা সালমা আক্তার গত বৃহস্পতিবার (০৮মে) ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে৷মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক৷ তবে আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে ৷ অতি শ্রীর্ঘই আসামীদের গ্রেপ্তার করা হবে৷

রাজু

×