
ছবিঃ প্রতিবেদক
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১২ টায় তামান্নাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন।
উল্লেখ্য, কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বামীকে বের করে আনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় সাজ্জাদের স্ত্রী তামান্না।
প্রসঙ্গত, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বর্তমানে কারাগারে। গত ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে দুইজনকে খুন করা হয়। ওই ঘটনায় করা মামলার দ্বিতীয় নম্বর আসামি তামান্না।
আরশি