ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি: মির্জা ফখরুল

প্রকাশিত: ০২:৫৫, ১১ মে ২০২৫

আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ মে) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই সমাবেশ যৌথভাবে আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক। 

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা একটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি।

তিনি বলেন, হাসিনা পালিয়েছেন। কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছেন, তারা এখনো ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে আবার তাদের রাজত্ব কায়েম করবার ষড়যন্ত্র করছেন। কিন্তু তারা তা পারবেন না।

বিভিন্ন দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন এই সমাবেশ করছি তখন ঢাকায় আরেকটি সমাবেশ হচ্ছে, দাবি করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যারা মাঠে আছি শুধু তারাই নই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে দেশের মানুষকে নির্যাতন করে এসেছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে। এক দলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল।

সূত্রঃ https://youtu.be/SBQyNGSqfb0?si=TrkE_C-487gk2Mjc

ইমরান

×