ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বিচার না হওয়া পর্যন্ত আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তে

‘আজকে আমাদের ঈদের মতো খুব আনন্দ লাগছে’

প্রকাশিত: ০৫:৪৭, ১১ মে ২০২৫; আপডেট: ০৫:৪৯, ১১ মে ২০২৫

‘আজকে আমাদের ঈদের মতো খুব আনন্দ লাগছে’

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে শনিবার (১০ মে) রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকার এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালনকারীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন বলেন, ‘আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো পরবর্তীতে নেওয়া হবে আশা করি।’ এছাড়া, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ থেকে শিক্ষা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সাক্ষাৎকারে অন্য একজন বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন সচিবালয়সহ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীতে যেখানে আওয়ামী লীগের ফ্যাসিজমের দালাল চক্র থাকবে, তাদেরকে দ্রুত অপসারণ করে সোনার বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

‘আমরা ঈদ মোবারক জানাই। সবাইকে ঈদ মোবারক। আমাদের আজকে ঈদের মতো খুব আনন্দ লাগছে’, যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/share/v/15s7KU1L7i/

 

রাকিব

×