
ছবিঃ সংগৃহীত
ভারত-পাকিস্তান চলমান সংঘাত দুই দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। চার সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে ভারত ও পাকিস্তানের সম্মিলিত ব্যয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন গড়ে ১০০টি যুদ্ধবিমান উড়াচ্ছে, যার মধ্যে রয়েছে রাফাল, মিরাজ-২০০০, সুখোই এবং তেজস। প্রতিটি বিমান উড়াতে গড়ে ৮০ হাজার ডলার খরচ হচ্ছে। এ ছাড়া প্রতিদিন ৩০ থেকে ৪০টি গাইডেড বোমা ব্যবহৃত হচ্ছে, যার প্রতিটির দাম এক লাখ থেকে ১১ লাখ ডলারের মধ্যে। কেবল বিমান হামলার পেছনেই চার সপ্তাহে ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৭ বিলিয়ন ডলার।
ভারত প্রতিদিন প্রায় ৩০টি ড্রোন এবং আইএআই লোইটরিং মিউনিশন মোতায়েন করছে। হেরন, সার্চার ও হ্যারোপ ড্রোন ব্যবহারের পাশাপাশি চলছে নজরদারি, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ কার্যক্রম। ড্রোন ধ্বংস বা প্রতিস্থাপন, স্যাটেলাইট ব্যান্ডউইথ, নিয়ন্ত্রণ কেন্দ্র ও জ্যামিং প্রযুক্তি পরিচালনার খরচ মিলে প্রতিদিন ব্যয় হচ্ছে আনুমানিক ১০০ মিলিয়ন ডলার, যা চার সপ্তাহে প্রায় ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
এ ছাড়া, প্রতিদিন ভারত থেকে ১০টি ব্রহ্মস এবং ১০ থেকে ২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, যার দৈনিক খরচ প্রায় ১৫০ মিলিয়ন ডলার। এই খাতে চার সপ্তাহে ব্যয় হতে পারে ৪.৫ বিলিয়ন ডলার।
জ্বালানির মূল্য, আকাশ প্রতিরক্ষা এবং নৌবাহিনীর প্রস্তুতিসহ অন্যান্য সামরিক ব্যয় যোগ করলে, প্রতিদিন ভারতের ক্ষতি প্রায় ১১০ মিলিয়ন ডলার, যা চার সপ্তাহে দাঁড়াতে পারে প্রায় ৫.৪ বিলিয়ন ডলার।
মুমু