
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা এলেও পাকিস্তানের সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের মনে এখনো স্বস্তি নেই।
২৫ বছর বয়সী নির্মাণশ্রমিক কাশিফ মিনহাস বলেন, সংঘর্ষ শুরু হতেই আমি আমার স্ত্রী আর তিন সন্তানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। কয়েক কিলোমিটার হাঁটার পর একটা গাড়ি পাই। তখন তাদের নিয়ে নিরাপদ জায়গায় যাই।
কাশিফের মতে, এই যুদ্ধবিরতি শুধু আনুষ্ঠানিকতা। যেকোনো সময় আবার গুলি শুরু হতে পারে। যদি ফের সংঘর্ষ হয়, আমি আবারও পরিবার নিয়ে পালাব।
চাকোথির মতো সীমান্তবর্তী গ্রামগুলোতে এমন উদ্বেগ নতুন কিছু নয়। বারবার সংঘর্ষ আর যুদ্ধবিরতির মধ্যে পড়ে স্থানীয় মানুষের জীবন হয়ে উঠেছে অনিশ্চিত ও আতঙ্কভরা।
এসএফ
তথ্যসূত্রঃ আলজাজিরা