ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নারী যোদ্ধার রক্ত বইছে কর্নেল সোফিয়ার ধমনীতে, প্রকাশ্যে এলো বিস্ময়কর বংশগত ইতিহাস

প্রকাশিত: ০২:২৪, ১২ মে ২০২৫; আপডেট: ০২:২৫, ১২ মে ২০২৫

নারী যোদ্ধার রক্ত বইছে কর্নেল সোফিয়ার ধমনীতে, প্রকাশ্যে এলো বিস্ময়কর বংশগত ইতিহাস

ছবি: সংগৃহীত

ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’–এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের প্রতীকে পরিণত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের পাল্টা অভিযানের পরপরই মিডিয়া ব্রিফিংয়ে তার দৃঢ় ও সুসংহত অবস্থান প্রশংসা কুড়িয়েছে দেশজুড়ে।

উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রীর সঙ্গে কর্নেল কুরেশি ভারতের অবস্থান তুলে ধরেন দৃপ্ত কণ্ঠে। তবে এই প্রথমবার নয়—তিনি যে সাহসের উত্তরসূরি, তা বোঝা যায় তার পুরোনো একটি সাক্ষাৎকারে।

সম্প্রতি ২০১৭ সালের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এসেছে। সেখানে কর্নেল কুরেশি জানান, তাঁর প্রপিতামহী ছিলেন ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নারী যোদ্ধা, যিনি রানি লক্ষ্মীবাইয়ের পাশে যুদ্ধ করেছিলেন। কর্নেল কুরেশি বলেন, আমি ফৌজির সন্তান। ছোট থেকেই সেনাবাহিনীর পরিবেশে বেড়ে উঠেছি। আর শুধু তাই নয়, আমার প্রপিতামহী ছিলেন রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে। তিনি ছিলেন এক নারী যোদ্ধা।

তিনি আরও জানান, তাঁর দাদা নিজেও সেনাবাহিনীতে ছিলেন এবং সবসময় বলতেন, প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশ ও জাতির পাশে থাকা।

ঐতিহাসিক বংশধারা আর আধুনিক নেতৃত্বগুণ মিলিয়ে কর্নেল সোফিয়া কুরেশি হয়ে উঠেছেন ভারতের প্রতিরক্ষা পরিসরের অনন্য এক নাম।

এসএফ

×