
ছবি: সংগৃহীত
গতকাল (১১ মে) ছিল আজ বিশ্ব মা দিবস, মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়।
মা দিবস উপলক্ষে ঢাকাই চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, তিনি তার ছেলেকে নিজের নাম জিজ্ঞেস করেছিলেন এবং তার ছেলে তার উত্তরও দিয়েছেন।
পরীমণি লেখেন, ‘আমি আমার পোলারে তার নাম জিগাইলাম। উওরে, উনি বললেন শাহীম মুহাম্মদ পরী।’
পরীমণির ছেলে জন্মের পরপরই প্রাক্তন স্বামী শরীফুল রাজের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয়েছিল ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।
তবে এবার ফেসবুক পোস্টে পরীমণি জানালেন, নাম জিজ্ঞেস করায় তার ছেলে নিজেকে ‘শাহীম মুহাম্মদ পরী’ বলে পরিচয় দিয়েছে।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছিলেন রাজ-পরী দম্পতি। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদের জন্ম হয়। তবে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাদের মধ্যে।
সূত্র: https://www.facebook.com/share/1Ftv6BgyBZ/
রাকিব