ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আবারও মামুন-লায়লার দ্বন্দ্ব, ভাইরাল ঐশীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও

প্রকাশিত: ০২:০৫, ১২ মে ২০২৫; আপডেট: ০২:০৬, ১২ মে ২০২৫

আবারও মামুন-লায়লার দ্বন্দ্ব, ভাইরাল ঐশীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও

ছবিঃ সংগৃহীত

টিকটক এটি এমন একটি মাধ্যম যেখানে কেউ আসে আনন্দ দিতে, কেউ আসে আনন্দ উপভোগ করতে। কিন্তু সম্প্রতি তা হয়ে উঠেছে পারিবারিক দ্বন্দ্বের মঞ্চ। আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন, তার স্ত্রী লায়লা এবং আরেক টিকটকার অনামিকা ঐশী।

লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

সম্প্রতি মামুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ভিডিওতে দেখা যায়, মামুন লায়লার বাসায় উপস্থিত এবং সেখানে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভিডিওতে মামুন বলেন, "একটা-দুইটা না, পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে। পাঁচটা মামলা কইরা যেভাবে ইচ্ছা আমাকে চালাইতেছে!"

এই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।

এদিকে ঐশীর সঙ্গে মামুনের অন্তরঙ্গ ভিডিওটি কীভাবে ফাঁস হলো, সে বিষয়ে কিছু জানা না গেলেও মুখ খুলেছেন ঐশীর সাবেক প্রেমিক।

তার মন্তব্য, "পুরোনো খেলনা আমি সবসময় গরিব মানুষদের দান করে দিই। এটা নতুন কিছু না।"

২০২৪ সালের শুরুর দিকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ মামুনকে গ্রেফতার করেছিল লায়লার মামলার ভিত্তিতে। অভিযোগে লায়লা বলেছিলেন, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। নিজের থাকার জায়গা না থাকায় মামুন লায়লার বাসায় ওঠেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বর্তমানে একদিকে মামলার জটিলতা, অন্যদিকে নতুন সম্পর্ক ও ভাইরাল ভিডিও—সব মিলিয়ে মামুন-লায়লা-ঐশী ত্রিভুজে তৈরি হয়েছে এক জটিল ও বিতর্কিত পরিস্থিতি। এই ত্রিমুখী দ্বন্দ্বের পরিণতি কী হবে, তা এখন সময়ই বলে দেবে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/1FhDGBVygn/

ইমরান

×