
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চীনে তৈরি একটি ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তরুণ চীনা শিল্পীরা রঙিন পোশাক ও খেলনা বিমানসহ একটি হাস্যরসাত্মক গান পরিবেশন করছেন, যেখানে রাফায়েলের অপারেশনাল ব্যর্থতা নিয়ে বিদ্রূপ করা হয়েছে।
ভিডিওটি বিশেষ করে পাকিস্তানি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমনকি চীনারাও আমাদের চেয়ে বেশি ভারতকে উপহাস করছে।
পাকিস্তানের দাবি, দেশটির বিমান বাহিনী সম্প্রতি ভারতীয় তিনটি রাফায়েলসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাল্টা হামলার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়, যার পূর্বে ভারত পাকিস্তান অধিকৃত কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। টানা চার দিনের সংঘাতের পর বর্তমানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে উত্তেজনা বজায় রয়েছে।
এ ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পাশাপাশি আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের বরাতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান চীনের তৈরি জে-টেনসি (J-10C) যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে এয়ার-টু-এয়ার মিসাইল ছুড়ে অন্তত দুটি বিমান ভূপাতিত করেছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাতের সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ হচ্ছে চীন। যুদ্ধবিমানের সফলতা চীনের সামরিক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। রপ্তানির সম্ভাবনা বাড়ায় দেশটির ডিফেন্স স্টক প্রায় ২০ শতাংশ বেড়েছে। রাফায়েলের ব্যর্থতায় চাপে পড়েছে ফ্রান্সসহ পশ্চিমা অস্ত্র নির্মাতারা।
এছাড়া পাকিস্তানের সঙ্গে চীনের বিদ্যমান কৌশলগত সম্পর্ক, যেমন চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর (CPEC) ও স্ট্রিং অফ পার্লস প্রকল্প—এই সংঘাতের পর আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এসএফ