
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৪৬ নং এজহারনামীয় আসামি কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল মিয়া ও ৮৯ নং এজহারনামীয় আসামি জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হক মিয়াকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ রাসেল মিয়া ইউসুফপুর পশ্চিম পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আঃ হক মিয়া ২য় দশআনী পাড়ার মৃত হানিফ বেপারীর ছেলে৷
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহীদ উল্যাহ৷
শনিবার (১০ মে) দিবাগত রাতে তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৪৬ নং এজাহারনামীয় আসামী কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল মিয়া (৪৫),ও ৮৯ নং এজহারনামীয় আসামি জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হক মিয়াকে(৪৫),তাদের বসতঘর থেকে গ্রেফতার করা হয়৷
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহীদ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার ৪৬ নং এজাহারনামীয় আসামি কড়িকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল মিয়া (৪৫), এবং ৮৯ নং এজহারনামীয় আসামি জগতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হক মিয়াকে(৪৫), তাদের বসতঘর থেকে গ্রেফতার করা হয়৷ আসামিদের রবিবার (১১ মে) সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে৷
এএইচএ