ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছায় গ্রামীণ সড়ক সংস্কার

আহমেদুজ্জামান(আলম),নিজস্ব সংবাদদাতা,কমলগঞ্জ

প্রকাশিত: ০০:৪০, ১২ মে ২০২৫; আপডেট: ০০:৫০, ১২ মে ২০২৫

গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছায় গ্রামীণ সড়ক সংস্কার

ছবি:সংগৃহীত

কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। যা বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে। 

এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন। কিন্তু এ রাস্তায় কোনো কাজ না করে বরং তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। এতে আশাহত হয়ে স্থানীয় মানুষ নিজেরাই রাস্তা সংস্কারে কোদাল হাতে তুলে নেয়।

সরজমিনে গিয়ে দেখা যায়,গতকাল ও আজ (১০-১১ মে)এলাকার সাধারণ মানুষ নিজেরাই কোদাল হাতে নিয়ে রাস্তাটি সংস্কারের কাজ করছেন। তারা নিজেদের উদ্যোগে রাস্তার গর্ত ভরাট করছেন এবং চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দা হাজী আব্দুস সামাদ বলেন, এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর সমান। আমরা না দেখলে কে দেখবে? এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন,দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মো.কামরুজ্জামানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে যোগাযোগ করা হলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন,এ রাস্তাটি  টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

আলীম

×