
বাগেরহাটে তীব্র খরতাপে যখন শহরের রাস্তায় চলাচল করা খুব কষ্টের, তখন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট জেলা মহিলা দলের ও পৌর ছাত্রদল। রবিবার (১১ মে) তারা খাবার স্যালাইন, সুরক্ষা-ক্যাপ, ঠান্ডাপানি বিতরণ করেন।
বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক রিক্সাচালক ও অটোচালকদের মাঝে খাবার পানি, ওরাল স্যালাইন ও সুরক্ষামূলক ক্যাপ বিতরণ করে বাগেরহাট পৌর ছাত্রদল। প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে পড়া এসব চালকের মুখে ছিল প্রশংসা ও কৃতজ্ঞতার ছাপ।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সিনিয়র নেতা শেখ আল মামুন, পৌর ছাত্রদলের নেতা শামিম মুন্সি, আল-আমিন শেখ, বাহাউদ্দীন শেখ, রাফি শেখ, ইমন শেখ, রবিউল মুন্সি, রাজ শেখ, রাজসহ অনেকে।
রিক্সাচালক জব্বার মিয়া বলেন, সারাদিন রোদে গায়ে আগুন লাগে, একটা ঠান্ডা পানি অনেক স্বস্তি দেয়। ছাত্রদলের এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়।
অন্য আরেক রিক্সাচালক শরিফুল ইসলাম জানান, আমার মাথায় কাপড়ও ছিল না, এই ক্যাপটা পেয়ে অনেক ভালো লাগতেছে। গরমে একটু রক্ষা পাবো।
এক পথচারী সুমাইয়া আক্তার বলেন, এ ধরনের ছোট ছোট উদ্যোগ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। ছাত্রদলের এই কাজ দেখে ভালো লাগছে। তাঁরা প্রমাণ করেছেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, বরং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ারও একটি মাধ্যম।’
জেলা ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, রাজনীতি শুধু বক্তৃতা বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ না। আমরা চাই মানুষ যখন কষ্টে থাকে, তখন ছাত্রদল তাদের পাশে থাকুক। আজকের এই ছোট্ট প্রয়াস আমাদের দায়বদ্ধতার অংশ হিসেবেই দেখছি। ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।
অপরদিকে, শহরের দাসপাড়া মোড়সহ বিভিন্ন এলাকায় জেলা মহিলা দলের পক্ষ থেকে ঠান্ড পানিসহ খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময়, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারসহ সভাপতি মোমতাজ মেরিন, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, পৌরসভা মহিলা দলের নেত্রী ফাতেমা পান্না, জীবা আক্তার, সেলিনস খাতুন, লুচি পান্নাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠান্ডা পানি পেয়ে আনন্দিত রিকশাচালক আব্দুল মালেক বলেন, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ঠান্ডা পানি পেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আল্লাহ আপনাদের ভালো করুক।
আরেক পথচারী সোহরাব শেখ বলেন, গরমের মধ্যে রাস্তায় হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এই ঠান্ডা পানিটুকু যেন অমৃতের মতো লাগলো।
জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, "তীব্র গরম যতদিন থাকবে, আমাদের এই স্যালাইনযুক্ত ঠান্ডা পানি বিতরণ কর্মসূচিও ততদিন অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে।
রাজু