ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

স্বাধীন খসরু একসময় আমার বড় শত্রু ছিলেন: ডা. এজাজ

প্রকাশিত: ০৩:৩০, ১২ মে ২০২৫

স্বাধীন খসরু একসময় আমার বড় শত্রু ছিলেন: ডা. এজাজ

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের ঈদ গল্প-আড্ডা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজ বলেন, “স্বাধীন খসরু একসময় আমার বড় শত্রু ছিলেন।”

তিনি বলেন, “যখন স্বাধীন ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, তখন তিনি ছিলেন আমার সবচেয়ে বড় শত্রু। তিনি সেটা স্বীকার না করলেও আমি জানি পুরো গল্পটা।”

ডা. এজাজ বলেন, “‘চন্দ্রকথা’ ছবিতে শুটিং হবে—আমার এমন অভ্যাস ছিল, স্যারের নাটক হচ্ছে আর আমি নাই, স্যারের ছবি হচ্ছে আর আমি নাই—আমি অসুস্থ হয়ে যেতাম! স্যারের ছবি হচ্ছে আর আমি নাই—এটা তো অকল্পনীয়। তো ‘চন্দ্রকথা’ ছবিতে আমি জানতাম, একটা চরিত্র আমার জন্যই। চম্পা আমার বউ—খুব সুন্দর একটা চরিত্র। আমি একদম মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, দারুণ একটা চরিত্র পেয়েছি, এটা করব। বিরাট প্রশান্তি আমার মধ্যে। আমি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি স্যারের পরবর্তী ছবি ‘চন্দ্রকথা’য় দুর্দান্ত একটা চরিত্র করব।”

তিনি আরও বলেন, “এরপর শুনি, ছবির একজন অভিনেতা ইংল্যান্ড থেকে আসছেন। ভাবলাম, ঠিক আছে, তিনি আসবেন, অভিনয় করবেন—আমার কোনো সমস্যা নেই। কিন্তু পরে ভেতরের খবর জানলাম। কী সেটা? স্যার তাকে স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন। শুনে তিনি বলেছেন, ‘স্বাধীন, তোমার যেটা পছন্দ, তুমি সেটা নাও।’ আর তিনি আমার চরিত্রটাই পছন্দ করেছেন। তখন আমি ‘আউট’, তিনি ‘ইন’!”

তবে ডা. এজাজ বলেন, “আমার কিন্তু একটু দুঃখ নেই, জানেন কেন? কারণ স্বাধীন ভাই ওই চরিত্রটা অসাধারণ করেছেন। তার সুন্দর অভিনয় দেখে আমি তাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। আজও তাকে ক্ষমা করে দিয়েছি।”

সূত্রঃ https://youtu.be/ookQ-G28klw?si=HwRg9NELCCoSfHU1

ইমরান

×