ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী

‘এক সপ্তাহের মধ্যে কমপক্ষে ৫০ হাজার নতুন পুলিশ নেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন’

প্রকাশিত: ০৩:৫৭, ১২ মে ২০২৫; আপডেট: ০৩:৫৮, ১২ মে ২০২৫

‘এক সপ্তাহের মধ্যে কমপক্ষে ৫০ হাজার নতুন পুলিশ নেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, ‘এক সপ্তাহের মধ্যে কমপক্ষে ৫০ হাজার নতুন পুলিশ নেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলেমেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়ে যান।’

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো, ইনশাল্লাহ।’

এছাড়া, ‘আগামী নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি, এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে’ বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি গত ১০ মাসে কেন ৩০-৫০ হাজার পুলিশ নিয়োগ দেন নাই?’

‘গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন, ধরবেন কাদের দিয়া? আপনার পুলিশ কই, আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন?’ প্রশ্ন রেখে শরিফ ওসমান হাদী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে-মেয়েকে পয়সা ছাড়া চাকরি চাকরির ব্যবস্থা করে দিয়ে যান। আমরা তো চাই, বাংলাদেশের তরুণদের মধ্যে ৫০ হাজার ছেলে একটা টাকা খরচ না করে পুলিশ হোক।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Xu3gxdzeltM

রাকিব

×