ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আগামীদিনে বিএনপিকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ সেলিম ভূইঁয়া

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ০০:৩৯, ১২ মে ২০২৫; আপডেট: ০০:৫৬, ১২ মে ২০২৫

আগামীদিনে বিএনপিকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ সেলিম ভূইঁয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আগামীদিনে বিএনপিকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। বিএনপি একটি গনতান্ত্রিক দল। যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি গনতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করে গেছেন।

রবিবার(১১ মে)বিকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বিএনপির আয়োজনে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।তিনি আরো বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়। বিএনপি জনগনের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগন অতি দ্রুত একটি সুন্দর নির্বাচন চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। তাই অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে চায় বিএনপি। 

শশীদল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টুর সঞ্চালণায় ও শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোঃ মোরশেদ আলমকে সভাপতি, মোঃ আবু সুফিয়ান মিন্টুকে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

রাজু

×