ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজীপুরে পৃথক দাবিতে তিন পোশাক কারখানায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ০০:০৯, ১২ মে ২০২৫

গাজীপুরে পৃথক দাবিতে তিন পোশাক কারখানায় বিক্ষোভ

তিন পোশাক কারখানায় বিক্ষোভ

বকেয়া বেতন ভাতাসহ পাওনাদি পরিশোধের দাবিতে মহানগরীর তিন সড়ক এলাকার দুটি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা রবিবার বিক্ষোভ করেছে। এদিকে একইদিন কাশিমপুর এলাকার অপর এক কারখানার শ্রমিকরা উৎপাদন মজুরি বৃদ্ধি ও এক কর্মকর্তার অপসারণসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের পোশাক কারখানা দুইটির দুই হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এসব শ্রমিকরা ১৪ মাসের বেতন ভাতা পাওনা রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়ে তারিখ নির্ধারণ করলেও দীর্ঘদিনে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি।

ওই শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে একাধিকবার কারখানা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে অবস্থান, মানববন্ধন ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এক পর্যায়ে আন্দোলনের মুখে ছাটাইকৃত শ্রমিকদের পাওনাদি ৭ মে পরিশোধের আশ্বাস দিয়ে তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ। কিন্তু এদিনেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। শ্রমিকরা দিনভর কারখানার সামনে অপেক্ষার পর বাড়ি ফিরে যায়।

তিনদিন পর রবিবার সকালে কারখানার গেইটে এসে ওই শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে কারখানায় প্রবেশে বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দেয়। 
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের পোশাক কারখানা দু’টিতে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা সেখান থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করে।

সোমবার তাদের সঙ্গে জিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে তারা ওই এলাকা ত্যাগ করে। তিনি আরও বলেন, ২০২৩ সালে ১৪ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করেই ওই কারখানা দু’টির দুই হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়। শ্রমিকরা তাদের ওই পাওনার পরিশোধের দাবিতে জন্য বিক্ষোভ করেছেন। 
এদিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধ, উৎপাদন কাজের দর বৃদ্ধি ও এক কর্মকর্তার (এপিএম) অপসারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি করে আসছে। শনিবারেও তারা কর্মবিরতি ও বিক্ষোভ করে।

শ্রমিক বিক্ষোভের মুখে উৎপাদন কাজের দর বৃদ্ধি করে রবিবার নতুন দর প্রকাশ করার আশ্বাস কর্তৃপক্ষ দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। পরে ওই কারখানা সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস গেটে টানিয়ে দেয় কর্তৃপক্ষ। 
শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে ওই নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় তারা পূর্বের দাবিসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

×