
ছবি: জনকণ্ঠ
নওগাঁ জেলার বদলগাছী শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। নদী দখল ও দূষণের শিকার হয়ে পরিবেশ ও কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের জনপদে পানির প্রবাহে বিপর্যয় নেমে এসেছে।
সোমবার (১২ মে) দুপুরে সরেজমিনে উপজেলার পুরাতন ব্রিজ এলাকা পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিনিধি দলটি। পরিদর্শনকালে নদীর বিভিন্ন পয়েন্টে দখল, ময়লা-আবর্জনার স্তূপ এবং অব্যবস্থাপনার চিত্র দেখতে পান প্রতিনিধিরা। তারা নদীর স্বাভাবিক প্রবাহ সুরক্ষা ও সংরক্ষণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক (গবেষণা ও পরিবীক্ষণ) ও সিনিয়র সহকারী সচিব আমিনুর রহমান, সহকারী প্রধান (জিও-টেকনিক্যাল) তৌহিদুল আজম, পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ জেলা পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
প্রতিনিধি দলটি নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তারা।
শহীদ