
ছবি: সংগৃহীত
গাজার মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে ইউনিসেফ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পাঁচ মাস বয়সী ফিলিস্তিনি শিশু সিওয়ার চরম অপুষ্টিতে ভুগছে।
ভিডিওতে ইউনিসেফ-এর ফিলিস্তিন শাখার যোগাযোগ প্রধান জনাথন ক্রিক্স বলেন, সে গুরুতর ও তীব্র অপুষ্টিতে আক্রান্ত। তার ছোট্ট পায়ের দিকে তাকালেই বোঝা যায়, শুধু চামড়া আর হাড় বাকি। যখন সে কাঁদে, তার কান্নার শব্দও ঠিকমতো শোনা যায় না— কারণ সে এতটাই ক্লান্ত।
বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে এই ভিডিওটি, যেখানে সিওয়ারের নিস্তেজ দেহ, নিস্পৃহ চোখ ও নিঃসাড় কান্না গাজার দুঃসহ বাস্তবতা তুলে ধরে।
জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা ইতিমধ্যে সতর্ক করেছে যে গাজার হাজার হাজার শিশু এখন অপুষ্টির চরম ঝুঁকিতে রয়েছে। খাদ্য, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিদিনই অবনতি ঘটছে পরিস্থিতির।
ইউনিসেফ-এর মতে, যদি অবিলম্বে পূর্ণমাত্রার মানবিক সহায়তা পৌঁছানো না যায়, তাহলে সিওয়ারের মতো আরও বহু শিশুর জীবন বিপন্ন হয়ে উঠবে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের রাজনৈতিক সমাধান যতই জটিল হোক না কেন, শিশুদের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতা আর সময়ক্ষেপণের সুযোগ নেই।
এসএফ