ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধ নয়, শান্তি চাওয়ায় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেট মুসলিম নারী সাংবাদিক

প্রকাশিত: ০৮:৪৮, ১৩ মে ২০২৫; আপডেট: ০৮:৪৮, ১৩ মে ২০২৫

যুদ্ধ নয়, শান্তি চাওয়ায় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেট মুসলিম নারী সাংবাদিক

ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত সাংবাদিক ও দ্য ওয়্যারের জ্যেষ্ঠ সম্পাদক আরফা খানম শেরওয়ানি অনলাইন ঘৃণা প্রচার, হুমকি ও অশ্লীল বার্তার শিকার হচ্ছেন। শান্তির পক্ষে ও যুদ্ধবিরোধী বক্তব্য দেওয়ায় উগ্র হিন্দুত্ববাদীদের নিশানায় পড়েছেন তিনি।

পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিককে “দেশদ্রোহী” ও “রাষ্ট্রবিরোধী” হিসেবে আখ্যা দিচ্ছে কট্টরপন্থী গোষ্ঠীগুলো, বিশেষ করে ভারত-পাকিস্তান উত্তেজনার সময়ে তার শান্তিপূর্ণ অবস্থানের কারণে।

ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের বলেন, এই হয়রানি কোনো আকস্মিক ঘটনা নয়। তিনি জানান, ‘হিন্দুত্ব নাইট’ নামের একটি হিন্দুত্ববাদী অ্যাকাউন্ট পরিকল্পিতভাবে মুসলিম সাংবাদিকদের টার্গেট করে আসছে, এবং এই প্রচারণার পেছনে তারাই রয়েছে।

এখনও পর্যন্ত আরফা খানম শেরওয়ানির বিরুদ্ধে দেওয়া হুমকির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী সাংবাদিকদের একজন।

সমালোচকরা বলছেন, ভারতের হিন্দুত্ববাদী সরকারের নীরবতা এমন আক্রমণকে উৎসাহিত করছে এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে।

এদিকে, পাকিস্তানের সফল সামরিক অভিযান ‘বুনিয়ান-উন মারসুস’-এর পর ভারতীয় গণমাধ্যমে দেখা দিয়েছে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি।

অন্যদিকে, বিতর্কিত ভারতীয় টিভি উপস্থাপক ও তথাকথিত ‘গোদি মিডিয়া’র মুখপাত্র অর্ণব গোস্বামী পাকিস্তানিদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।

জবাবে পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর সরাসরি প্রশ্ন তোলেন, “আপনি কি সাংবাদিক, না সন্ত্রাসী? কীভাবে আপনি পাকিস্তানিদের হুমকি দেন?”

উল্লেখযোগ্য যে, পাকিস্তানের শক্ত প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপের পর ভারতের সরকার ও মিডিয়া চরম অস্বস্তিতে পড়েছে। বিরোধীদলগুলো ও অভিজ্ঞ ভারতীয় সাংবাদিকেরা প্রধানমন্ত্রী মোদির প্রশাসনের কড়া সমালোচনা করছেন।

 

সূত্র: https://pakobserver.net/journalist-arfa-khanum-sherwani-faces-threats-abuse-over-anti-war-stance-in-india/

এএইচএ

×