ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধ না বাণিজ্য! মোদীর মুখে কাশ্মীর সন্ত্রাসের বার্তা

প্রকাশিত: ১০:০০, ১৩ মে ২০২৫

যুদ্ধ না বাণিজ্য! মোদীর মুখে কাশ্মীর সন্ত্রাসের বার্তা

ছবিঃ সংগৃহীত

জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তান থেকে আসা একটি ড্রোন চোখে পড়ে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশে লাল আলোর রেখা দেখা যায়, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করতে প্ররোচিত করে। এর পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সাম্বা এবং তার আশপাশের অঞ্চল। সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে, এটি পাকিস্তান থেকে আসা একটি ড্রোন হামলা ছিল।

এর আগে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নয়, বরং সন্ত্রাসবাদ এবং আজাদ কাশ্মীর নিয়ে কথা হবে বলে এক ভাষণে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “পাকিস্তান যদি বাঁচতে চায়, তবে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতেই হবে। টেরর অর ট্রেড একসাথে নেহি হো সাকতে। পানি এবং খুনও একসাথে নাহি সাকতে।” তিনি আরও বলেন, "যদি পাকিস্তান সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে, তবে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো হবে।"

এদিকে, পাকিস্তান তাদের পাল্টা আঘাতের জন্য আত্মরক্ষার কথা দাবি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার সিএনএন-কে জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি তারা চিন্তাও করেননি। তবে, ভারতের সাম্প্রতিক বিমান হামলার পর বিশেষ করে রাওয়ালপিন্ডিতে আঘাতের ঘটনা পারমাণবিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সংঘাত থামাতে বাণিজ্য ছিল একটি বড় হাতিয়ার। উভয়পক্ষকে বলা হয়েছিল, যদি যুদ্ধবিরতি না মানা হয়, তবে বাণিজ্য বন্ধ করা হবে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও, নীতি বদলেছে এবং নতুন সমীকরণে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আসবে কিনা তা এখনো অনিশ্চিত।

তথ্যসূত্রঃ https://youtu.be/H1yQ47FX56M?si=g5Io1xvyYXE6q717

মারিয়া

×