ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে: এলডিপি চেয়ারম্যান

প্রকাশিত: ১০:৪২, ১৩ মে ২০২৫

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে: এলডিপি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

বিগত কিছু দিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা নিয়ে আলোচনা। ডিবিসি নিউজের টক শোতে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, “এটা তো নতুন কিছু নয়, এটি তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আপনি যেটা স্থগিত করেছেন, সেটা তো আমরা আগেই দেখেছি, ৫ সেপ্টেম্বরও তাদের ক্যাবিনেট মিটিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কোন অফিস খোলা নেই। বহু নেতা প্রকাশ্যে কোনো কার্যক্রম করছেন না। মাঝে মাঝে অল্প কিছু মিছিল করা হয়েছে, যা রাজনীতির ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।"

শাহাদাত হোসেন সেলিম রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিবর্তে দেশের আইনশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে, দেশের জনগণের অধিকার রক্ষা করতে এবং যারা হত্যাকাণ্ড, গণহত্যা, লুন্ঠনসহ গণ অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত।”

তিনি আরও বলেন, "একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে কি না, সেটা জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া উচিত। ইতিহাসে অনেক রাজনৈতিক দল বিবর্তনের মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোন রাজনৈতিক দল পুনরায় আবার ফিরে আসে রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় এই ইতিহাস পৃথিবীতে বিরল।"

শেষে তিনি বলেন, "এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে। কেন এই নাটক মঞ্চস্থ হলো, সেটা হয়তো কিছু দিন পরে আরও স্পষ্ট হবে।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=vUEhgJE7N0k

এএইচএ

×