ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গোল্ড বারসহ বিমানের পার্সার হোসনে আরার মালামাল জব্দ

প্রকাশিত: ০৯:২১, ১৩ মে ২০২৫; আপডেট: ১০:০২, ১৩ মে ২০২৫

গোল্ড বারসহ বিমানের পার্সার হোসনে আরার মালামাল জব্দ

ছবি: জনকণ্ঠ

সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটের পার্সার হোসনে আরার স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস।

১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের চুরি, যা গোল্ডবার হিসেবে পরিচিত। পাশাপাশি হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক পণ্যও জব্দ করা হয়েছে।

এই ঘটনায় ফ্লাইটে থাকা সব এয়ার হোস্টেসকে অপমানজনকভাবে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যা অনেকের কাছে ছিল বিব্রতকর ও অসম্মানজনক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান কর্তৃপক্ষ এখনো হোসনে আরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

জানা যায়, আসন্ন বিমান ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান চক্র বেশ তৎপর হয়ে উঠেছে।

এএইচএ

×