ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আলোচনার মধ্যেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯:১২, ১৩ মে ২০২৫

আলোচনার মধ্যেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনা চলতে থাকলেও দেশটির ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার, মার্কিন ট্রেজারি বিভাগ দুই ইরানি নাগরিক ও একটি কোম্পানির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই দফা নিষেধাজ্ঞার অজুহাত হিসেবে দাবি করা হচ্ছে "পরমাণু বিস্তার রোধ"।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞাগুলো “দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা” হিসেবে চিহ্নিত। নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছে ইরানি কোম্পানি ‘ফানাভারান আয়ানদেহনেগার পুইয়া পার্স’-এর নামও। নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত দুই ব্যক্তি হলেন "মোহাম্মদ রেজা সিদ্দিকী সাবির" এবং "আহমদ হাগিঘাত তালাব"

সম্প্রতি ওমানে চার দফা পরোক্ষ আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র, যেখানে পারমাণবিক চুক্তির অগ্রগতি ও নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি আলোচনায় এসেছিল।

তবে হঠাৎ এই নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের পক্ষ থেকে একটি কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র পঞ্চম দফা আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। যদিও নির্দিষ্ট তারিখ বা স্থান এখনো জানানো হয়নি। 

তবে পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, “ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিক ও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলেছে এবং পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য দ্বৈত-ব্যবহারের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি আরও বলেন, “বিশ্বে ইরানই একমাত্র দেশ— যাদের কোনো পরমাণু অস্ত্র নেই কিন্তু ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে।”

সা/ই

×