
ছবি: জনকণ্ঠ
সাভারে সঠিক সময়ে বেতন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১৩ মে) সকাল এগারোটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, গত মাসের বেতন ১২ মে পরিশোধের দিন নির্ধারন করে কারখানা কতৃপক্ষ। কিন্তু গত ১২ তারিখে আমাদের বেতন না দিয়ে তারিখ পরিবর্তন করে আবার ১৩ তারিখ নির্ধারন করা হয়। মালিকপক্ষ ১৩ মে বেতন প্রদান না করে আবার ১৮ মে বেতনের তারিখ নির্ধারন করেন। পরে এদিন সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
মিজানুর রহমান নামে এক শ্রমিক বলেন, কোন মাসে সঠিক সময়ে আমাদের বেতন প্রদান করা হয় না। প্রতিমাসে আন্দোলন করে বেতন নিতে হয়। রাসেল নামে আরও এক শ্রমিক বলেন, আগামী ১৮ তারিখ এপ্রিল মাসের বেতন প্রদানের তারিখ নির্ধারন করেছে কতৃপক্ষ। কিন্তু ঈদের আগে দুই মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দিতে তারা গড়িমসি করবে। এ কারণে গতমাসের বেতন সঠিক সময়ে পরিশোধের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করছে শ্রমিকরা।
গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন চৌধুরী জানান, শ্রমিকদের কোন বেতন বকেয়া নাই। গত মাসের বেতন ১২ মে পরিশোধের দিন নির্ধারন থাকলেও তার পরিবর্তন করে ১৮ তারিখ নির্ধারন করা হয়েছে। শ্রমিকরা মাত্র এই ৫ দিন সময় দিচ্ছে না। এ কারণেই তারা আন্দোলন করছেন।
এসইউ