ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সিএজি কাযার্লয়ের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

মোস্তফা কামাল সরকার,স্টাফ রিপোর্টার,নরসিংদী

প্রকাশিত: ১৮:৪২, ১৩ মে ২০২৫

সিএজি কাযার্লয়ের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

ছবি:সংগৃহীত

‘‘ আমাদের সেবা অঙ্গীকার সরকারি অর্থের সদ্ব্যবহার’’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কাযার্লয় ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

১২মে থেকে ১৫ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে। নরসিংদী জেলা হিসাব রক্ষণ কার্যালয়ে ১২ মে সোমবার নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ সেবা সপ্তহের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সেবা সমূহ হচ্ছে  সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন। লাইফ ভেরিফিকেশন অঢ়ঢ় সম্পর্কে অবহিতকরণ। ওয়ান স্টপ সার্ভিস,হেল্পডেক্স,কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ। পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা,মঞ্জুরি,নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান।  পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান। প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি—বিধানের আলোকে পরামর্শ প্রদান। পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান।

সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি  ইত্যাদি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান।  ডিডিওগণ কতৃর্ক অনলাইনে সামরি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান। সরকারি কর্মচারীগণ কতৃর্ক জিপিএফ অগ্রমি গ্রহণ,চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান । অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ । সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন—বিল দাখিল,এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি, সংক্রান্ত সেবা। 

আলীম

×