
ছবি : জনকণ্ঠ
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর রাবনাবাদ পাড়ের মরিচবুনিয়া গ্রামের মেসার্স মিথাত ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিস স্থাপনায় সন্ত্রাসী হামলা, তাণ্ডব, ভাঙচুর চালানো হয়েছে। করা হয়েছে অগ্নিসংযোগ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে শতাধিক মোটরসাইকেল নিয়ে দুই শতাধিক লোক এ হামলা, তাণ্ডব, ভাঙচুর চালায়। অন্তত পৌনে এক ঘণ্টার তাণ্ডবে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় সন্ত্রাসী হামলায় স্থানীয় যুবদল সদস্য দোলন মৃধা (৩৫), গাড়ির চালক রানা, মিরাজ নামের তিনজন আহত হয়েছে। এদেরকে কোপানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এক পর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। প্রাইভেট কারসহ ব্যাপক ক্ষতি হয়। পুড়ে গেছে শীততাপ নিয়ন্ত্রিত একাধিক কক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোটি টাকার ক্ষতি হয় বলে প্রতিষ্ঠানের মালিক শাহীন মৃধার ভাই রুনেল মৃধা দাবি করেন।
তিনি জানান, হামলাকারীরা সবাই চিহ্নিত একটা দলের লোক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সন্ত্রাসীরা সটকে পড়ে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কলাপাড়ার সদস্যরা আগুন বেলা একটার দিকে নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনায় সাধারণ মানুষ শঙ্কিত হয়ে আছেন।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, সকাল থেকে ঘটনাস্থলে পাওয়ার প্ল্যান্টের জেটিতে পুলিশ পাঠানো হয়েছে। এর পাশেই চিহ্নিত এক দল সন্ত্রাসী হামলা, তাণ্ডব, নাশকতা চালায়। বর্তমানে আগুন নেভানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের মামলা করা হয়নি।